বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেলে জরুরী সেবা কেন্দ্রের মাধ্যমে
অগ্নিদগ্ধদের জন্য মানবিক সহায়তা প্রদান এবং বার্ন ইউনিটে রোগী ও রোগীর স্বজনদের মাঝে জরুরী ঔষধ, মিনারেল ওয়াটার, জুস, শুকনো খাবার ও নির্দিষ্ট কয়েকজনকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, লায়ন খন্দকার কছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, লায়ন হারুনুর রশীদ মান্না, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়া চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মাছুমা কামাল আখিঁ, শিক্ষা সম্পাদক লাকি আক্তার প্রমূখ। এসময় মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পাশে মানবিক দায়িত্বে সর্বমহলের এগিয়ে আসায়আবারো প্রমান হলো মানুষ মানুষের জন্য।











