১০ লাখ দিরহাম পেয়েও ফেরত দিলেন মাহমুদ

কমপক্ষে ১০ লাখ দিরহাম পেয়ে তা ফেরত দিয়েছেন ভারতীয় একজন মুসলিম অভিবাসী তারিক মাহমুদ খালিদ মাহমুদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার আবাসিক ভবনের এলিভেটরের মধ্যে এই অর্থ পেয়েছিলেন। তা নিজের কাছেই রাখতে পারতেন। কিন্তু, তা না করে তিনি পুরো অর্থ জমা দেন আল বরশা পুলিশ স্টেশনে। মাহমুদের এ সততার প্রশংসা করেছেন ওই স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার আবদুল রহিম বিন শাফি। কমিউনিটি এবং পুলিশের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য তাকে প্রশংসাসূচক সনদ ও পুরস্কার দেয়া হয়েছে। সম্মানিত করার জন্য দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদ। বলেছেন, এই সম্মান তাকে গর্বিত করেছে। প্রতিটি মানুষেরই এ নীতি অনুসরণ করা উচিত।