ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত আগামী ১৯শে জুন সম্মেলন

গত ৪ঠা জুন স্টেট আওয়ামীলীগের কার্যকরী পরিষদের এক বর্ধিত সভা স্থানীয় ক্রেজি মারিও রেস্টুরেন্টে স্টেট আওয়ামীলীগের সভাপতি জনাব শাহীন মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মোল্লা ফজলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টেট আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব নান্নু আহমেদ, সহ-সভাপতি জনাব কুদরত-ই-খুদা, সহ-সভাপতি ইমতিয়াজ হাসান, সহ-সভাপতি নাফিস জুয়েল, সহ-সভাপতি লিটন খান, সহ-সভাপতি রানা খান, সহ-সাধারণ সম্পাদক সালমা রহমান মিনু, ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আনোয়ার খান দিপু, প্রচার সম্পাদক আকরাম হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী লেবু, শ্রম সম্পাদক শেখ বাবুল, সিনিয়র সদস্য বুলবুল চৌধুরী, সাধন সরকার, ওসমান চৌধুরী অপু, বাবু, শহীদ ইসলাম, আনিসুর রহমান তাজুল, নওশাদ রহমান পবন, স্টেট মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমি খান, মহিলা যুবলীগের সভাপতি চেমন উদ্দিন, সাধারণ সম্পাদক এরিনা খান, স্টেট যুবলীগের সভাপতি সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল করিম চৌধুরী সহ আরো অনেকে।

সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়, চট্টগ্রামের অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় নিহত সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করা হয় এবং সম্প্রতি বাংলাদেশের বিএনপি-জামাত রাজাকারপন্থীদের আস্ফালন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কটাক্ষ, অশ্রদ্ধা ও হত্যার হুমকি প্রদর্শন এর বিরুদ্ধে তীব্রপ্রতিবাদ ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

সভায় আগামী উনিশে জুন ষ্টেট আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের তারিখ ধার্য করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব এম ফজলুর রহমান,উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ।

সভায় প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব এম ফজলুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ গণতান্ত্রিক উপায়ে সবার মতামতকে প্রাধান্য দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন একটি কমিটি উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সবাই জনাব শাহীন মাহমুদ কে আহ্বায়ক এবং মুজিব উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রীতিভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।