ফতেয়াবাদে ২ও ৩ জুন সন্তু বন্ধু ব্রম্মচারী ৫ম মহাপ্রয়াণ উৎসব

আজ ২ ও ৩ জুন -২০২২ খ্রি: রোজ বৃহস্পতি ও শুক্রবার পরমারাধ্য শ্রীগুরুদেব সন্তু বন্ধু ব্রম্মচারী মহাপ্রয়াণের ৫ম বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম,ফতেয়াবাদ,হাটহাজারী, চট্টগ্রামে নিজ সমাধী ক্ষেত্রে জাগরণ কীর্ত্তন ও মঙ্গল আরতী, শৃঙ্গার আরতী, শ্রীশ্রী পঞ্চতত্ত্ব আস্বাদন, শ্রীমদ্ভাগবত আস্বাদন, ভোগানুরাগ , মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে., বিশিষ্ট লীলা কীর্ত্তনীয়া শ্রী পলাশ সরকার ও শ্রীমৎ কিঙ্কর বন্ধু ব্রহ্মচারীজীর পরিবেশনায় রাধা গোবিন্দের লীলা স্মরণকীর্ত্তন ও সন্ধ্যারতীর মাধ্যমে ২ দিন ব্যাপি পূর্ণময় দিনে উদযাপনের উৎসব চলছে । সম্প্রদায়ের বিভিন্ন মঠ ও মন্দির হতে সাধু মহারাজ গণ উপস্থিত আছেন । উক্ত শুভানুষ্ঠানে আপনারা পরম সমাদরে আমন্ত্রিত ।