”বায়তুল জান্নাত জামে মসজিদ”এ্রর শুভ উদ্বোধন

নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডে ৩রা মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়”বায়তুল জান্নাত জামে মসজিদ”এ্র শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১১ সাংসদ এম.এ লতিফ। তিনি এসময় ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের পবিত্রতা রক্ষা সয়ং আল্লাহ নিজে নজর রাখবেন॥ আর এই মসজিদ ঘরের বিশেষ সুবিধা নিয়ে কোন জঙ্গীবাদ ও সন্ত্রাসের আস্তানা গড়ে উঠতে পারে না। মসজিদ মাদ্রাসা কখনোই জঙ্গীবাদের আশ্রয় স্থল তে পারে না। চট্টগ্রাম-১১এলাকায় কোন প্রতিষ্টান এই রূপ রাষ্ট্রীয় বিরুধী কাজে সম্পৃক্ত থাকলে এখন থেকে সর্তক হয়ে যান।ইসলাম কোন অনৈতিক কাজ কে সমর্থন করে না।
তিনি মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, অন্ধের মতো বিশ^াস না করে প্রকৃত দ্বীনের খেদমত করার আত্ম-নিয়োগ করে সমাজ ও দেশ উন্নয়নে এগিয়ে আসার জন্য তরুণ যুব সমাজকে দৃঢ় আহবান করেন।
সমাজসেবী ও শিক্ষা সংগঠক হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে ও মোঃ ফারুখের সঞ্চালনায়ে উদ্বোধনী সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন-৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন,সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম,ধর্মীয় আলোচক অতিথির বক্তব্য রাখেন আলীশাহ জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওঃ রফিকুল ইসলাম, আলহাজ¦ মাওঃ মোঃ ইলিয়াছ, আলহাজ¦ মাওঃ জিয়াউল হক নোমানী। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মোয়াজ্জিন হাফেজ মোঃ আবু সাইদ,স্বাগত ভাষন দেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ আব্দুল আল-মামুন।্
এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন-মসজিদের মোতওয়াল্লী মোঃমাহাবুব করিম,এলাকার সর্বজনীন জি.এম কামাল,আক্কাস সওদাগর, মোঃ সেলিম রেজা, হেলাল উদ্দিন, আক্তার কামাল ও মাসুদ প্রমখু।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ঘূর্ণিঝড় ফণী” থেকে পিিরত্রান পেতে বিশেষ দোয়া-মুনাজাত করে উদ্বোধনী সভা ও মাহফিল সমাপ্তি হয়।

প্রেস বিজ্ঞপ্তী: