‘‘সবাইকে সাথে নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব’’’

কালারমারছড়ায় বিভিন্ন এলাকায় ঘোড়া প্রতীকের সাংবাদিক হোবাইব সজীব’র গণসংযোগ ও উঠান বৈঠক

আসন্ন কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হোবাইব সজীব বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বিকালে ৪নং ওয়ার্ডের মারাক্কাঘোনায় ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন।

২৮ মে শনিবার দুপুরে ইউনিয়নের কালারমার ছড়ার ফকিরজুম পাড়া, নোয়া পাড়া, মারাক্কাঘোনাসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন এবং বিকাল ৪ টায় মারাক্কাঘোনা এলাকায় একটি উঠান বৈঠক করেন।
সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালয়ে হাফেজ রাসেল এর কোরআন তেলোয়াতের মাধ্যমে উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন খসরু বর নাতি হাজী নুরুল আমিন বাবুল, গিয়াস উদ্দিন মাতবর, মারাক্কাঘোনার মোস্তফা, মফিজ আলম, মোঃ আনোয়ার, মেম্বার প্রার্থী মাহাবুব আলম,মোঃ ইব্রাহীম,আলী আজগর,ইস্বুলসহ প্রমুখ।
উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হোবাইব বলেন,১৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি অন্যায়,জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছি, জলদস্যুদের বুঝিয়ে শান্তির পথে নিয়ে আসলেও সহবস্থান করতে পারেনি। আমি নির্বাচিত হলে,একটি গ্রুফ ডুকবে অন্য গ্রুফ বের হবে তা হবে না। সবাইকে সাথে নিয়ে এলাকায় সহবস্থান সহ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। তাই আগামী ১৫ জুন ঘোড়া প্রতীকে একটি করে ভোট দেওয়ার অনুরোধ জানান।