চট্টগ্রাম-৯ আসনে ইভিএম ব্যবহার বন্ধ করতে আবেদন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনে ইভিএম ব্যবহার বন্ধ করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

শনিবার দুপুরে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল আলম চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে এ আবেদন করেন।

বিএনপির আবেদনে বলা হয়, চট্টগ্রাম ৯ আসনে (কোতোয়ালী-বাকলিয়া) ইভিএম ব্যবহার করে নির্বাচন করতে জনগণ প্রস্তুত নয়। অবাধ সুষ্টু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন চট্টগ্রাম ৯ আসনে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে আসতে হবে। সাধারণ ভোটাররা মনে করে ইভিএম ব্যবহারে তাদের ভোটাধিকার চুরি হয়ে যেতে পারে। তাই ইভিএম ব্যবহারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য ইসিকে অনুরোধ করা হচ্ছে।

এরআগে গত ২৬ নভেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইবিএম) ভোটগ্রহণের জন্য ছয়টি আসন ঠিক করে নির্বাচন কমিশন।

আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রাম ৯ কোতোয়ালী আসনসহ ঢাকা-৬, ঢাকা-১৩, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে।

এরআগে সম্প্রতি নির্বাচন কমিশনের বৈঠকে ৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তখন জানানো হয়েছিল, পরে সেটি লটারির মাধ্যমে সেটা নির্ধারণ করা হবে।

চট্টগ্রামের যে আসনে ইভিএমে ভোট হবে সেখানে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসার চৌধুরী নওফেল। আর বিএনপি থেকে নগর বিএনপির সভাপতি ডা. শাহদাত হোসেন লড়ার কথা রয়েছে।