চন্দ্রঘোনা ফেরীঘাটে দূর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল মোটর আরোহী

কাপ্তাই প্রতিনিধি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ফেরীঘাটে একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে সড়কে দাঁড়ানো মোটর সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এতে অল্পের জন্য মোটরসাইকেল আরোহীর প্রাণ বেঁচে গেলেও মোটর সাইকেলটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুছড়ে যায়। এই ঘটনায় আরো একটি ভ্যান গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাটি ঘটেছে বুধবার(২৫ মে) দুপুরে। চাপা দেওয়া বাস নম্বরটি হল-রাঙামাটি-জ-০৫-০০০৩। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী রুবেল, মামুনসহ কয়েকজন জানান, প্রায় সময় চন্দ্রঘোনা ফেরীঘাটে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। কিছুদিন পূর্বেও ফেরীতে উঠতে গিয়ে ব্রেকফেল হয়ে বাসের চাপায় সিএনজি আটোরিক্সা আরোহী স্বামী- স্ত্রী দু’জনের মৃত্যু হয়। কিন্তু এরপরও টনক নড়ছে না সংশ্লিষ্ট কতৃপক্ষের। এতে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। এবিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে পৌঁছায় এবং বাসটি আটক করে। তবে ঘটনার পরেই চালক ও হেলপার পালিয়ে যায়। এবিষয়ে অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এছাড়া বর্তমানে ফেরীতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।