মহেশখালীতে বাপা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে ১৯ মে (বৃহস্পতিবার) বিকাল ৩ টার সময় মহেশখালী ডিগ্রি কলেজের আঙ্গিনায় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ কবির এর উপস্থিতিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী , মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আহবায়ক আবুল বশর পারভেজ , বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য, জাহাঙ্গীর আলম, মৎস্য প্রতিনিধি, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর মহেশখালী, কক্সবাজার ও মেম্বার প্রার্থী করিম উল্লাহ (তালুকদার) , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের প্রমূখ ।
বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি।
উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে মহেশখালী ডিগ্রি কলেজের আঙ্গিনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় ।
পর্যায়ক্রমে মহেশখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে । এর আগে একই দিন মহেশখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ কবির এর মাধ্যমে বাপা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষ্যে হাত ধোঁয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয় ।
বাড়ি আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহেশখালীতে বাপা-ওয়াটারকিপার্স বাংলাদেশ’র বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন