রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা : ৭ প্রতিষ্ঠানকে জরিমান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পাহাড়তলী ডিটি রোড ও পোর্ট কানেকটিং রোডের সংযোগ সড়কের উভয় পাশের্^ রাস্তা ও ফুটপাত দখল করে পুরতান লোহা ও মেশিনারী সামগ্রীর ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টির দায়ে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।