তামিমের শতক

টেস্ট ক্রিকেটে নিজের দশম শতরানটি পেলেন তামিম ইকবাল। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন তামিমের ব্যাট থেকে এসেছে দারুণ এক শতরান। মধ্যাহ্ন বিরতির আগে তামিম ৮৯ রানে অপরাজিত ছিলেন। বিরতি থেকে ফিরে তাঁর তিন অঙ্কের ঘরে পৌঁছতে বেশি সময় লাগেনি।

এর মধ্যে অবশ্য প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। বিরতির পর ফিরেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান। দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই আসিতা ফার্নান্দোর বলে তিনি উইকেটকিপার নিরোশান ডিকভেলার ক্যাচ হন। আউট হওয়ার আগে ১৪২ বলে ৫৮ রান করেছেন মাহমুদুল। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।

তামিম নিজের শতক পূর্ণ করেছেন ১৬২ বলে। বাংলাদেশের ইনিংসের ৫২তম ওভারে আসিতার ফার্নান্দোর বলেই স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়েই মাইল ফলকে পৌঁছে যান তামিম। এর আগে আহ প্রথম সেশনেই মুশফিকুর রহিমকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি।