সাকিব ছাড়া নতুন ভাবনায় বাংলাদেশ

চট্টগ্রাম এসে টানা দু’দিন অনুশীলন করেছে বাংলাদেশ। আকাশ মেঘলা, থেমে থেমে কিছুটা বৃষ্টি এলেও খুব বেশি ক্ষতি হয়নি। গতকালের দিনটা হোটেলে জিম আর শুয়ে বসে কাটিয়েছে ক্রিকেটাররা। কেউ কেউ বাইরে গেছেন ব্যক্তিগত কাজে। আবার জাতীয় দলের নয়া বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মেঘ বৃষ্টির দিনে চট্টগ্রামের ভাটিয়ারিতে গেছে গল্ফ খেলে সময় কাটাতে। অন্যদিকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গেছেন ঢাকায় জাতীয় ক্রীড়া পুরস্কার আনতে। সবমিলিয়ে বাদল দিনে অনেকটা আয়েসি মেজাজ ছিল টাইগার শিবিরে। তবে এমন দিনে টাইগার শিবিরে হানা দিয়েছে সাকিব আল হাসানের শূন্যতা। টিম ম্যানেজমেন্ট ও দলের ক্রিকেটারদের অনেক কিছুই ভাবতে হচ্ছে নতুন করে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বদলে যাবে অনেক রণপরিকল্পানাই

তবে দল প্রস্তুত তার ঘাটতি পূরণে। যদিও বিষয়টি খুব সহজ হবে না। এ বিষয়ে দলের ২২ বছর বয়সী তরুণ পেসার রেজাউর রহমান রাজার কণ্ঠেও ফুটে উঠলো দারুণ হতাশা। যদিও তিনি জানালেন দল মানসিকভাবে প্রস্তুত এই শূন্যতা সামাল দিতে। তিনি বলেন, ‘আসলে সাকিব ভাই থাকলে বাড়তি একটা সুবিধা। ব্যাটিং বোলিং দুইটাই। উনি বিশ্বমানের খেলোয়াড়। বাড়তি একটা শক্তি থাকতো আরকি। তবে সেটি আমাদের হাতে নাই। বাকিরা অবশ্যই সেরাটা দেয়ার চেষ্টা করবে।’
গতকাল বিকালে জানা যায়, চট্টগ্রামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারছে না সাকিব। কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি আছেন আইসোলেশনে। সাগরিকায় প্রথম টেস্টে খেলতে পারছে না এটি নিশ্চিত শঙ্কা আছে মিরপুর টেস্টেও। তার এমন সংবাদ জানার পর দলের অভ্যন্তরীণ ভাবনা নিয়ে রাজা বলেন, ‘এটা (সাকিবের অভাব) আমাদের দলে এখনো আলোচনা হয়নি। জাস্ট নিজেরা নিজেরা জেনেছি। সবাই প্রস্তুত আছে (ঘাটতি পূরণে)।’ এ ছাড়াও আইপিএল খেলার কারণে টেস্ট দলে রাখার সুযোগ হয়নি দেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমানকেও। আর দলের ফর্মে থাকা স্পিনার মেহেদী হাসান মিরাজও ছিটকে গেছেন ইনজুরির কারণে। তবে এই ঘাটতি পূরণে দলের বাকিরা সুযোগের অপেক্ষায়। আর তা পেলে অবশ্যই দারুণ কিছু উপহার দিতে প্রস্তুত তারা। তাই চাপ আছে এমন অভাবটা নেই দলের মধ্যে। রাজা বলেন, ‘যেহেতু তারা আমাদের বেস্ট প্লেয়ার, থাকলে আমাদের বাড়তি সুবিধা থাকতো। যারা তাদের বদলে খেলবে মুখিয়ে থাকবে যে কীভাবে ভালো পারফরম্যান্স করে দলকে লম্বা সার্ভিস দেয়া যায়। যারা সুযোগ পাবে ওদের জন্য ভালো সুযোগ।’
২২ বছর বয়সী রাজার এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হলে এটি হবে বড় চমক। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সাগরিকায় তার অভিষেক হওয়া ভাগ্যের বিষয়। কারণ দলে শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদের মতো অভিজ্ঞ পেসার আছেন। সেখানে এই তরুণকে সুযোগ দিতে হলে পরীক্ষিতদের কাউকে বাদ দিতে হবে। আবার চমক দেখাতে ও বোলিংয়ে বৈচিত্র্য আনতে একাদশে ভাবনায় থাকার সম্ভাবনাও কম নয়। পেস বিভাগে এমন মধুর প্রতিযোগিতা নিয়ে রাজা অবশ্য নিজেও বেশ আপ্লুত। তার ধারণা এমন বিষয়ই তাদেরকে আরও ক্ষুরধার করে তুলবে। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ভালো দিক যেহেতু বড় ভাইরা ভালো করছে। তাদের দেখে আমরাও শিখছি। আমাদেরও বিশ্বাস থাকবে ভালো করার।’ এ ছাড়াও পেস বিভাগের অন্যতম শক্তি হতে পারতো মোস্তাফিজুর রহমান। তার দলে না থাকায় তরুণ পেসার রাজার মনে হতাশা থাকলেও ঘাটতি পুষিয়ে নেয়ার শক্তি পেস বিভাগে আছে বলেই মনে করেন তিনি। রাজা বলেন, ‘দেখেন, একটা জিনিস। মোস্তাফিজ ভাই হচ্ছেন বিশ্বমানের বোলার। উনি দলে থাকা মানে আমাদের বাড়তি একটা শক্তি। যেহেতু নাই, আমরা যারা আছি চেষ্টা করবো।’
দলের সঙ্গে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাদা বিদ্যুৎ খ্যাত তারকা পেসার অ্যানাল ডোনাল্ড। গেল দু’দিন পেসারদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে গেছেন। তরুণ পেসার রাজাও পেয়েছেন তার সান্নিধ্য। নয়া কোচের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘নির্দিষ্ট বলতে যেহেতু সামনে আমাদের টেস্ট খেলা। টেস্টের ম্যাচের যে ধারাবাহিকতা ওইগুলো নিয়ে কাজ হচ্ছে। উনি আমার বোলিং নিয়ে অনুপ্রেরণা দিচ্ছে। সব ঠিকঠাক আছে। আগামীতে আরও কাজ করা হবে। লঙ্গার ভার্সনে প্রথমত এক জায়গায় বল করতে হবে নিয়মিত। ওইটুকু থেকে যতটুকু বৈচিত্র্য আনা যায়, ইনস্যুইং, আউটস্যুইং ওটাই। মাত্র তো তার সঙ্গে আমরা দু’দিন অনুশীলন করলাম। আরও দু’দিন অনুশীলন আছে। বর্তমানে উনি লাইন লেন্থ নিয়ে কাজ করছে।’ এ ছাড়াও নিজের বোলিং নিয়ে বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে টিকতে হলে বৈচিত্র্য থাকতে হবে। আমি যেমন ইনস্যুয়িং, আউটস্যুয়িং, রিভার্স স্যুয়িং চেষ্টা করছি। নতুন কোচদের সঙ্গে কাজ করছি। দেখা যাক কি হয়।’
অন্যদিকে তাসকিন আহমেদ নেই ইনজুরির কারণে। শরিফুল ইনজুরি থেকে ফিরলেও, সাকিব ও মিরাজ খেলতে পারছে না। সব মিলিয়ে দলে চিন্তার মেঘ কিছুটা তো জমতে শুরু করেছে। তবে রাজা মনে করেন দলের অভ্যন্তরে সব ঠিকই আছে। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। যেহেতু আমরা চেষ্টা করছি, হয় নাই। সামনে সিরিজে কীভাবে ভালো করলে সিরিজ জেতা যায় ওইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এমনি আবহ ভালো।