‘পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দেবেন রমিজ’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর বেশ কয়েকটি পদক্ষেপ নেন রমিজ রাজা। যার একটি জুনিয়র পিএসএল। তবে রমিজের এ সিদ্ধান্ত দেশের ক্রিকেটে সুফল বয়ে আনতে পারবে না বলেই মনে করেন অনেক সাবেক ক্রিকেটার।
কিছুদিন আগে আকিব জাভেদ বলেন, জুনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশি জোর দেয়া উচিত রমিজের। এবার আরেক সাবেক পেসার তানভির আহমেদ সমালোচনা করলেন পিসিবি প্রধানের। পাকিস্তানের হয়ে ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তানভির নিজের ইউটিউব ভিডিওতে বলেন, ‘ছোটদের পিএসএল আয়োজন না করে পিসিবি চেয়ারম্যানের উচিত দুই অথবা তিন দিনের টুর্নামেন্ট আয়োজন করা। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিতে যাচ্ছেন রমিজ।’
প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই একজন ক্রিকেটারের স্কিলে উন্নতি হয়। তানভির বলেন, ‘উদীয়মান ক্রিকেটাররা ভাববে তাদের লংগার ভার্সনে খেলার প্রয়োজন নেই। তারা বরং ছক্কা হাঁকানোয় মনোযোগী হবে। এ মানসিকতা শুধু অনূর্ধ্ব-১৯ নয়, অনূর্ধ্ব-১৩ ক্রিকেটার ও তাদের পরিবারের ওপরও বিরূপ প্রভাব ফেলবে। কারণ এতে টাকা-পয়সার স্বার্থ জড়িত

সাড়া বিশ্বেই যখন বলা হচ্ছে টি-টোয়েন্টি টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে, তখন কিনা আমাদের চেয়ারম্যান জুনিয়র পিএসএল আয়োজন করতে যাচ্ছেন।’ অস্ট্রেলিয়া থেকে ড্রপ-ইন পিচ আনার যে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, তানভির সেটিরও বিরোধিতা করছেন। তিনি বলেন, ‘নতুন চেয়ারম্যান নতুন আইডিয়া নিয়ে আসেন। কিন্তু আদতে পাকিস্তান ক্রিকেটের উপকার হয় না। রমিজ রাজাও তাই। ডিপার্টমেন্টাল ক্রিকেটের পুনরুত্থানের বদলে তিনি এনেছেন ড্রপ-ইন পিচের আইডিয়া।’ ইমরান খান ক্ষমতাচ্যূত হওয়ার পর শোনা যাচ্ছিল পিসিবির গদি হারাবেন রমিজ রাজা। তবে শাহবাজ শরীফ সরকার ক্রিকেট বোর্ডের ওপর খবরদারি শুরু করেনি এখনো। আর রমিজও মেয়াদের তিন বছর পূর্ণ করেই ক্ষমতা ছাড়তে চাইছেন।