এশিয়া কাপ আর্চারিতে পাঁচটি পদক নিশ্চিত রোমান সানাদের

এশিয়া কাপ আর্চারি (স্টেজ-২) টুর্নামেন্টে পাঁচটি পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার ইরাকের সোলেমানিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় দিনে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা। দু’টি ইভেন্টে সেমিফাইনাল থেকে হেরে বাংলাদেশকে খেলতে হবে ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচ।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে তুলেছেন রোমান সানা, আবদুর রহমান আলিফ ও হাকিম আহমেদ রুবেল। কোয়ার্টার ফাইনালে ইরাককে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারানোর পর সেমিফাইনালে ইরানকে ৫-৪ এ হারায় বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।
রোমানদের মতো রিকার্ভ নারী দলগত ইভেন্টেও বাংলাদেশ ফাইনালে উঠেছে। নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী, বিউটি রায়কে নিয়ে গড়া দলটি স্বাগতিক ইরাককে হারিয়ে সেমিফাইনালে নাম লিখায়। এরপর তারা উজবেকিস্তানকে হারায় ৫-১ সেট পয়েন্টে। ফাইনালে তাদেরও প্রতিপক্ষ ভারত। তবে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। কোয়ার্টার ফাইনালে রোমান সানা ও নাসরিন আক্তার জুটি কাজাখস্তানের জুটির কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে গেছে।

রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড থেকেও এসেছে সুসংবাদ

পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ পৌঁছে গেছে ফাইনালে। মোহাম্মদ আশিকুজ্জামান, মিঠু রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দল সেমিফাইনালে কাজাখস্তান দলকে হারিয়েছে ২৩১-২২৮ পয়েন্টে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। দু’টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। তবে ছেলেদের মতো মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। শ্যামলি রায়, বন্যা আক্তার ও সুমি বিশ্বাস সেমিফাইনালে ২২৪-২১৭ পয়েন্টে হেরে গেছেন কাজাখস্তানের মেয়েদের কাছে। ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে তারা মোকাবিলা করবেন ইরাকের। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের শ্যামলী-আশিকুজ্জামান জুটি। তারা হেরে গেছেন কাজাখস্তানের কাছে। ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইরাক। এর বাইরে বাংলাদেশের পদকপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত ইভেন্টগুলোতেও।