কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৪৭৬ জন রোহিঙ্গাকে আটক

কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪৭৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ মে) বিকেলে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে পাঁচজন নারী ও অন্যরা শিশু।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটককে উৎপাত করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪৭৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের বেশির ভাগই শিশু।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ক্যাম্প ছেড়ে তারা কীভাবে সৈকত পর্যন্ত পৌঁছেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের ভাসানচর পাঠানোর প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা নয়ন বলেন, সমুদ্রসৈকতে বেপরোয়াভাবে অবস্থান করা বেশকিছু রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এসব রোহিঙ্গাদের আটক করে পুলিশ আমাদের হস্তান্তর করেছেন। আমরা তাদের গণনা করে পরে ব্যবস্থা গ্রহণ করবো।