সাংবাদিকদের জন্য সম্প্রীতির ঈদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সাংবাদিকদের জন্য সম্প্রীতির ঈদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে।

প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস এর উদ্যোগে মঙ্গলবার (৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠানসূচিতে ছিল- আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবার।

অনুষ্ঠানের শুরুতে আলী আব্বাস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধ দেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির জন্য কাজ করছেন। ঈদের আনন্দ সকল ধর্ম, সম্প্রদায়ের মানুষের সাথে ভাগাভাগি করার জন্য এই অনুষ্ঠান গত ৪ বছর ধরে আয়োজন করা হচ্ছে। এ ধারা পরবর্তীতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন কবি স্বপন দত্ত, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রাশেদ মাহমুদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী সহ অন্যরা।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা অংশগ্রহণ করেন। গান পরিবেশন করেন শিল্পী অনন্যা সেন দিপা ও জুয়েল পাল।