রাউজানে বিভিন্ন এলাকায় খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: করোনার কারনে দুই ঈদুল ফিতরের নামাজ খোলা মাঠে আদায় করতে পারেনি মুসল্লীরা এবার খোলা মাঠে ঈদের নামাজ আদয় করবে রাউজানের বিভিন্ন এলাকায় । রাউজান উপজেলার ১ণং হলদিয়া ইউনিয়নের নিহার টিলা ঈদগাহ মাঠ, ফকির টিলা বাজার ঈদগাহ মাঠ, জানিপাথর ঈদগাহ মাঠ, ডাবুয়া ইউনিয়নের বাইন্যার হাট, ঈদগাহ মাঠ, ফুইট্যা টিলা ঈদগাহ মাঠ, হাসান চৌধুরী বাড়ী ইদগাহ মাঠ, দক্ষিন হিংগলা তৈয়বীয়া জামে মসজিদ মাঠ সংগ্লন্ন ঈদগাহ মাঠ, কলমপতি আসকর আলী চৌধুরী মসজিদ ঈদগাহ মাঠ, দক্ষিন হিংগলা শান্তি নগর জামে মসজিদ মাঠ, দক্ষিন হিংগলা জিও শাহ জামে মসজিদ ঈদগাহ মাঠ, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া মাজার মাঠ, ফকিজরা বাম জামে মসজিদ মাঠ, রাউজান রাবার বাগান মাঠ, আইলী দাওয়াত খোলা মসজিদ মাঠ, ওয়াহেদের খীল জামে মসজিদ সংগ্লন্ন ঈদগাহ মাঠ । রাউজানের পশ্চিম রাউজান কায়কোবাদ চৌধুরী জামে মসজিদ মাঠ, রাউজান উপজেলা সদরের ৭নং ওয়ার্ডের হোদায়েত আলী চৌধুরী ঈদগাহ মাঠ, রাউজান দারুল ইসলাম মাদ্রাসা মাঠ, গণী হাজি পাড়া ঈদগাহ মাঠ, মুছা খা জামে মসজিদ ঈদগাহ মাঠ, বড়বাড়ী পাড়া ,মুকিম বাড়ী ঈদগাহ মাঠ, সুলতানপুর কাজী পাড়া ঈদগাহ মাঠ, পুর্ব গহিরা ঈদগাহ মাঠ, গহিরা এফকে জামেউল উলুম কামিল মার্দ্রাসা মাঠ, গহিরা মোবারক খীল ঈদগাহ মাঠ, পশ্চিম গািহরা আ্বুধ্যার বাড়ী মসজিদ মাঠ, গহিরা দৌলত শাহ জামে মসজিদ মাঠ, বিনাজুরী লেলাঙ্গারা ঈদগাহ মাঠ, ৭নং রাউজান ইউনিরয়নের মোহাম্মদপুর মহিউল উলুম মার্দ্রসা সংগ্লন্ন ঈদগাহ মাঠ, খলিলাবাদ ঈদগাহ মাঠ, কদলপুর ইউনিরয়নের মীর বাগিচা ঈদগাহ মাঠ, কদলপুর ফতেহ আলী চৌধুরী বাড়ী মসজিদ মাঠ, কদলপুর পরীর দীঘর পাড় ও লস্কও উজির দিঘির পাড় ঈদগাহ মাঠ .পহাড়তলী ইউনিয়নের শেখপাড়া ঈদগাহ মাঠ, চুয়েট মসজিদ মাঠ, বদু পাড়া ঈদগাহ মাঠ, পুর্ব গুজরা আধার মানিক আয়েশার বাপের বাড়ী জামে মসজিদ মাঠ, হামজার পাড়া কেন্দ্রী য় জামে মসজিদ সংগ্লন্ন ঈদগাহ মাঠ, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া জান্নাতুল মাওয়া মাঠ, ডোমখালী ঈদগাহ মাঠ, নোয়াপাড়া সামমাহলদার পাড়া জমে মসজিদ মাঠ, কচুখাইন ঈদগাহ মাঠে প্রতি বৎসর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় হতো । করোনার প্রাদুভার্বের কারনে গত দু বৎসর ঈদেও জামাত খোলা মাঠে ও ঈদগাহের মাঠে আদায় করা হয়নি । মসজিদে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করা হয় । দু বৎসর পর এবার খোলা মাঠে ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হবে । পবিত্র ঈদুল ফিতরের জামাত ঈদগাহের মাঠে ও খোলা মাঠে আদায় করার জন্য রাউজানের বিভিন্ন এলাকায় মাঠে প্যান্ডেল টাঙ্গানো হয়েছে । করা হয়েছে ঈদগাহের সাজ সজ্বা । রাউজানের মোহাম্মদপুর মহিউল ঊলুম মার্দ্রাসার পাশে রয়েছে মোহাম্মদপুর ঈদগাহ ময়দান । মোহাম্মদপুর এলাকার বাসিন্দ্বা মরহুম আবদুর রাজ্জাক কন্টকাটারের প্রতিষ্টিত মোহম্মদপুর ঈদগাহ মাঠে শত বৎসর পুবে থেকে পবিত্র ঈদুল ফিতরের সময়ে ও পবিত্র ঈদুল আজহার সময়ে বিশাল ঈদের জামাত হয়ে আসছে । মোহাম্মদপুর ইদগাহ মাঠে ঈদের জামাতে মেহাম্মদপুরের নবীন ও প্রবীনদের মিলন মেলায় পরিণত হয় । মোহাম্মদপুরের অনেক ঞ্জানী গুণি ব্যক্তিরা ঈদ জামাতে উপস্থিত হয়ে ঈদের জামাত আদায় করেন । ঈদের জামাতে বিশাল জনসমাগমের ফলে ঈদের জামাত শেষে একজন আর একজনের সাথে খোলাখুলি করে একজনের মনের ভাব আর একজনেসর সাথে বিণিময় করেন । বিশাল আয়তনের মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এ বৎসর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মোহাম্মদপুরের সামাজিক সংগঠন মরহুম ছিদ্দিক আহম্মদ সারাং ফাউন্ডেশন প্যান্ডেল নির্মান করে দিয়েছে । মোহাম্মসদপুর ঈদগাহ মাঠে এক সময়ে ঈদের জামাতে ঈমামতি করতো আবদুল জলিল মহিউল ইসলাম এম এ।