এতিম শিশুদের সঙ্গে ভিন্ন আমেজে ব্যারিস্টার মনোয়ারের জন্মদিন উদযাপন


আর সব শিশুদের মতো নয় এতিম শিশুদের জীবনযাপন। এতিমখানার একটি নির্দিষ্ট গন্ডিতেই বন্দি ওদের শৈশব-কৈশর। তাদের আবদারের জায়গা নেই, অভিমানের অধিকার নেই। জীবনজুড়ে কেবল নিস্তব্ধতা। কিন্তু পরম দয়ালু সৃষ্টিকর্তা তার সকল মাখলুকাতের খবর রাখেন। আর নিজের প্রিয় ব্যক্তিদের হাত দিয়ে এই এতিমদের জন্য আনন্দ আর খুশির ব্যবস্থা করেন।

শুভার্থী, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও পরিবারের আয়োজনে হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল লন্ডন এর জেনারেল সেক্রেটারী ও চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এর ভিন্ন আমেজে জন্মদিন উদযাপন। আনন্দ ভাগাভাগি করা হলো তানজিমুল মোছলেমীন এতিমখানায় এতিম শিশুদের সঙ্গে। বুধবার সন্ধ্যায় এ আয়োজনে সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরামের সভাপতি লেখক-সাংবাদিক মির্জা ইমিতিয়াজ শাওন, অতিথি ছিলেন তানজিমুল মোছলেমীন এতিমখানার তত্বাবধায়ক হাফেজ আমানুল্লাহ, সংগঠক শাদ ইরশাদ, ইয়ুথ ফোরামের সাধারন সম্পাদক গণমাধ্যমকর্মী জাহেদ কায়সার, পরিবারের পক্ষে মতিউল ইসলাম বাবুল, এস এম ইকবাল জামিল (জুয়েল), আলোকচিত্রী মোহাম্মদ হানিফ প্রমুখ। দেয়া মুনাজাতে আলেমওলামা ও মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।