মাদক মামলায় দুই আসামির ৭ বছর কারাদণ্ড

কর্ণফুলী থানার মাদক মামলায় দুইজনকে ৭ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা পানখালী এলাকার দিলু মেম্বার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫) ও একই এলাকার পানিরছড়া মৌলভী বাজারের মৃত আব্দুল হাকিমের ছেলে সৈয়দ নুর (৩১)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অর্নব বড়ুয়া বাদি হয়ে মাদক আইনে মামলা করেন। মামলায় আদালতে অভিযোগ দাখিল করা হয় ২০১৬ সালের ৩১ মে। আদালতে অভিযোগ গঠন করা হয় ২০১৬ সালের ১৭ আগস্ট। মোট ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাদক মামলায় কামাল হোসেন ও সৈয়দ নূর নামের দুই আসামিকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।