সেন্টমার্টিনে ধরা পড়েছে বিশালাকৃতির সামুদ্রিক ভোল মাছ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ডেইল পাড়ার রশিদ মাঝির টানা জালে এটি ধরা পরে।
স্থানীয়রা স্থানীয় যুবক মোহাম্মদ আবসার জানিয়েছেন, ভোল মাছটির ওজন ১৪০-১৫০ কেজি হবে। সেন্টমার্টিনের ব্যবসায়ী মো. ইসমাইল মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনে নিয়ে টেকনাফ শহরে নিয়ে আনার ব্যবস্থা করেছেন।