উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য

মহান মে দিবসের আলোচনা সভায় সিটি মেয়র

বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন । “শ্রমিক-মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি”-মহান মে দিবসে এই প্রতিপাদ্য উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম, বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন টাইগারপাস, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন ওয়াসার মোড় এবং চসিক সিবিএ পৃথক পৃথক সমাবেশের আয়োজন করে। সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিটি মেয়র বলেন যে কোন অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ। শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বস্ততপক্ষে শ্রমিক-মালিক সুসম্পর্ক ছাড়া উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো সহজ উপায় নেই। এ জন্য উভয় পক্ষের পারস্পরিক সুসম্পর্ক, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা অপরিহার্য । এই লক্ষ্যে বর্তমান সরকার শ্রমিক-মালিকের মধ্যে পারষ্পরিক সু-সম্পর্ক বজায় রেখে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি,নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও শ্রমিকের অধিকার আদায়ের জন্য বদ্ধ পরিকর। তিনি বলেন মেহনতি মানুষের আস্থা ও নির্ভরতার প্রর্তীক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সরকার শ্রমিকদের কল্যাণে তাদের অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়ন,নুন্যতম মজুরী নির্ধারণ,নিরাপদ কর্মপরিবেশ,শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। যার সুফল পাচ্ছে এদেশের শ্রমীজীবি মেহনতি মানুষ। এই প্রসঙ্গে মেয়র বলেন, শ্রমিক-মালিক সম্পর্ক যত মধুর ও দৃঢ় থাকবে উভয় পক্ষের লাভ ও সুবিধা ততই বেশি হবে। উৎপাদন ও অর্থনীতিতে সচ্ছলতা থাকলে উন্নতি হলে তখন মালিকদের দায়িত্ব বর্ত্যায় শ্রমিকদের মজুরী ও ভাতা বাড়ানো। সুযোগ-সুবিধা বৃদ্ধি করার। এতে শ্রমিক জীবি মানুষেরাই লাভবান হবে ।বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম ঃ- মহান মে-দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের উদ্যেগে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের প্রতিনিধি আলী হাসান,বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোহাম্মদ শফর আলী, বাংলাদেশ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দীন খান, সাবেক চসিক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর জলিল উদ্দিন ইকবাল,ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত,জাতীয় শ্রমিক পাটির সভাপতি এম এ সাত্তার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস্ ফেডারেশনের সাধারন সম্পাদক চন্দন কুমার দে, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওয়ার্কাস চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন চৌধুরী ও গার্মেন্টস্ শ্রমিক কর্মচারী লীগ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বেগম নাসরিন রহমান এবং কলকারখানা উপ-মহাপরিদর্শক মো.আল আমিন, শিল্প সম্পর্কিত উপ-পরিচালক মো. মহব্বত হোসাইন, বিজিএমই এ এর প্রাক্তন পরিচালক মহিউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম বিভাগের উপ-পরিচালক মোকশেদুল আলম।
বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন: মহান মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মুরাদপুর সিরাজ শপিং চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ ফকির আহমদ এর সভাপতিত্বে কাউন্সিলর মোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল, বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, নুর মোহাম্মদ, ওয়াহিদুল আলম শিমুল, ইয়াছিন আরাফাত, আবদুল্লাহ আঅল মামুন, সাকিল আহমদ ও রহমত উল্লাহ প্রমুখ।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক – শ্রমিক ইউনিয়ন : পহেলা মে শ্রমিক শ্রেনীর সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে টাইগারপাস চত্বরে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন এক সমাবেশের আযোজন করে। ইউনিয়নের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এদিকে মহান মে দিবস উপলক্ষ্যে ওয়াসার মোড়ে অপর আরেকটি সংগঠন হালকা চট্টগ্রাম হালকা মোটরযান চালক -শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ২২৬০) ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে উপ পুলিশ কমিশনার হারুন-উর রশিদ হাজারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোহাম্মদ জসীম উদ্দিন। সঞ্চলনায় মোহাম্মদ কাজল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াছিন আরাফাত বিটু। অনুষ্ঠানে শেষে চসিক মেয়রের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওয়াসা মোড়ে এসে শেষ হয়।
চসিক সিবিএ ঃ মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী লীগ(সিবিএ) এর উদ্যোগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিবিএ সভাপতি মোহাম্মদ ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী,রতন দত্ত,বাবুল কান্তি সেন,রতন চৌধুরী,সুভাষ চক্রবর্তী,এলেন মুন্সী,পুলক কান্তি দে,শফিকুল ইসলাম ও খোরশেদুল আলম বক্তব্য রাখেন।