অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আজিজকে ৫০ হাজার জরিমানা

দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জের চন্দনাইশ উপজেলার বরগুনি বিট জঙ্গল হাশিমপুর মৌজার সরকারি সংরক্ষিত বনাঞ্চলের পাশের এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আজিজকে ৫০ হাজার জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় চন্দনাইশ উপজেলার বরগুনি বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান ও চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনে কৃষিজমি রক্ষায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।