কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে টিকিট বিক্রি করায় জরিমানা

কদমতলী এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি ও ভাড়ার তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়ছে। একই এলাকার শ্যামলী পরিবহনের একটি কাউন্টারকে ভাড়ার তালিকা না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এসব অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

তিনি জানান, পাহাড়তলী এলাকার দুইজন ডিম ব্যবসায়ীকে পচা ডিম বেকারিতে বিক্রির জন্য সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিএমপির একটি টিমের সহায়তায় এ অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হয়।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান তিনি।