যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই অবস্থা যেন। ট্রপিক্যাল সাইক্লোনে রূপ নেয়া বঙ্গোপসাগরের ঝড় ’ফনি’র এখন পর্যন্ত যা গতিপথ তাতে আঘাত হানার কথা উড়িশ্যা, কলকাতা হয়ে সাতক্ষীরা, যশোহর ও রাজশাহী অঞ্চলে। মূলত: ঘুর্ণিঝড়টির অবস্থান বাংলাদেশ দেশ থেকে এখনো বহু দূরে। কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসন আজ বুধবার দুপুরে ঘোষণা করে দিল চট্টগ্রাম অঞ্চলের সব সরকারী কর্মকর্তার ছুটি বাতিল! এখন কথা, সাতক্ষীরা, যশোহর ও রাজশাহী অঞ্চলের প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে নাই?। টিভির স্ক্রল কি তাদের চোখে পড়ে না? স্যাটেলাইট চিত্রে দেখুন ফনির এখনকার (বিকেল ৪.৪৬ মি:) অবস্থান ও সম্ভাব্য গতিপথ।
সাংবাদিক আবুল হাসনাত এর ফেসবুক থেকে