ব্যক্তি পর্যায়ে আধ্যাত্মিক উন্নয়নের প্রশিক্ষণের মাস পবিত্র মাহে রমাদ্বান

প্রশিক্ষণ কর্মশালা ও কিয়ামুল লাইল মাহফিলে এস এম ফরিদ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দীন বলেন, পবিত্র মাহে রমাদ্বান হলো আত্ম-সংযম ও আত্ম-প্রশিক্ষণের মাস। এ মাসে একজন ব্যক্তি আত্ম-প্রশিক্ষণের মাধ্যমে নিজের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করতে পারে। সুতরাং, প্রত্যেক মুমিনের উচিত মাহে রমাদ্বানকে আত্মিক উন্নয়নে যথাযথ কাজে লাগানো। ইসলামী ছাত্রসেনা বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা শাখার ব্যবস্থাপনায় রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও কিয়ামুল লাইল অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। প্রশিক্ষকের বক্তব্যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত শরীয়াহ বোর্ডের সদস্য আল্লামা মুহাম্মদ নিজাম উদ্দীন নোমানী বলেন, বান্দার আধ্যাত্মিক উন্নয়নে কিয়ামুল লাইল মাহফিল অনন্য ভুমিকা রাখে। কিয়ামুল লাইল মাহফিল বান্দাকে জাগতিক লোভ লালসা থেকে দূরে রেখে পরকালীন শান্তি নিশ্চিত করে। কুরআন সুন্নাহর সমাজ গড়তে হলে ইসলামী ছাত্রসেনার কর্মীদের কিয়ামুল লাইল পালনের অভ্যাস গড়ে তুলতে হবে। সংগঠনের শাখা সভাপতি মুহাম্মদ তানভীর কুতুবীর সভাপতিত্বে ও মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মিসবাহুল ইসলাম ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইসমাঈল।
আলোচনায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা এইচ এম নাছির উদ্দিন, মাওলানা মুজিবুল হক, মাওলানা সালেহ নুর, আব্দুল্লাহ আল নোমান, এনামুল করিম, আব্দুল্লাহ আল গণি, আরমান হোসেন, মুহাম্মদ মাসউদ আলম, আবুল কাশেম, মুহাম্মদ রাসেল, মিনহাজ উদ্দিন, মুহাম্মদ বাহার উদ্দিন, মুহাম্মদ আবিদ প্রমুখ। প্রশিক্ষণ ও নানা ইবাদত বন্দেগী শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দীন।