‘বিত্তশালীদের যাকাত আদায় করতে হবে’

বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, পবিত্র মাহে রমজানের অতিগুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। যা অনুধাবন ও অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ করার এক মহৎ উপায়। নামাজ আদায় ও রোজা পালনের সাথে সাথে সমাজের বিত্তবানদের যাকাতও আদায় করতে হবে। ইসলামে যাকাত বিত্তশালীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
১৬ এপ্রিল, শনিবার বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, পৌর কাউন্সিলর মো. ইসমাঈল হোসেন আবু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহামান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. এমরান গণি, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, এমএ মন্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, এমএস এমরান কাদেরী, মুহাম্মদ মহিউদ্দিন, রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, শাহদাত হোসেন জুনায়েদী, আবু নাঈম ও ইউপি সদস্য মো. মামুন উদ্দিন।