শেখ হাসিনার কর্মীরাই বিপদে মানুষের পাশে থাকে-ব্যারিষ্টার নওফেল

মুরাদপুরে জাহানারা মালেক ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, “জননেত্রী শেখ হাসিনার কর্মীরাই বিপদে মানুষের পাশে থাকে। মানুষের পাশে থাকার নামই রাজনীতি। আমাদের সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কণ্যানে কাজ করে যেতে হবে।”

১৬ এপ্রিল নগরীর মুরাদপুর শিক্ষাবোর্ড চত্তরে ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম. এ. মালেকে স্মরণে “জাহানারা-মালেক ফাউন্ডেশন” এর উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী উপরোক্ত মতামত ব্যক্ত করেন।

ব্যারিষ্টার নওফেল আরো বলেন “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সরকারের প্রতিটি কাজের উদ্দেশ্যে হলো বাঙালার জনগনের কল্যাণ সাধন করা।”

সংগঠনের প্রধান উপদেষ্টা ও শুলকবহর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, জাহানারা মালেক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফাহ্দ মোহাম্মদ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ সরফুদ্দীন সৌরভের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহজাহান সূফী, নুরুল আনোয়ার, আলহাজ্ব মো. হোসেন, জসিম উদ্দিন খন্দকার, আক্তার ফারুক, কফিল উদ্দিন খোকন, নাজমুল আহসান খান, তৌহিদুল আনোয়ার সেন্টু, অহিদ চৌধুরী মুক্তি, সাইফুল ইসলাম, এস এম ওয়াজেদ, আনোয়ার মিয়া, জহির উদ্দিন সুমন, আবু শাহেদ, আবু তাহের, আব্দুর রহমান, শাহেদ মুরাদ, জাহেদুল ইসলাম, সাইফুল মান্নান শিমুল, হোসেন আরা বেগম, আরফাতুল মান্নান ঝিনুক, আজিজ উল্লাহ, শম্ভু দাশ, মো. সায়েম, মোস্তফা আহমেদ, নঈম মাহমুদ, জাকির আহমেদ, এস এম নেওয়াজ, নুরুল আমিন মনি, এইচ এম নেওয়াজ জাহেদ, আবসার উদ্দিন জাবেদ, দোলন বৈষ্ণব, জিযু নাথ, খোরশেদ আলী জনি, সোহরাব হোসেন, শাহনেওয়াজ জিসান, এম ইউ সোহেল, নাঈম উদ্দিন, সাজু বিশ্বাস, মিনহাজুল হক সাকিব, মঈন উদ্দিন চিশতী প্রমুখ।