সাবেক শ্রম মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর প্রয়াত নাতনী মরহুম সাবরিনা ইসলাম চৌধুরীর নামে গঠিত সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে ১লা রমজান থেকে ইফতার সামগ্রী উপহার সহ বিভিন্ন কর্মসূচী চলছে। তারই ধারাবাহিকতায় আজ দাসপাড়া ও চান্দগঁও এলাকায় ইফতার বিতরন করা হয়। ফাউন্ডেশনের উদোক্তা ও চেয়ারম্যান তাসবিরুল হায়দার চৌধুরী বলেন তার প্রয়াত বোনের স্মৃতি বিজড়িত এই ফাউন্ডেশন নিয়ে তিনি আজীবন গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে যাবেন। ইফতার বিতরনে সার্বিক সহযোগিতায় ছিল দুর্বার ৭১,দামপাড়া।











