মাদক মামলায় একজনকে ৮ বছর কারাদণ্ড

আকবরশাহ থানার মাদক মামলায় হাসেম নামে একজনকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি মো. হাসেম কক্সবাজার জেলার টেকনাফ থানার হিলি এলাকার মৃত জগির আহম্মেদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর নগরের আকবরশাহ থানার একে খান মোড় এলাকার শ্যামলী বাস কাউন্টারের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে হাসেমকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তা মোজাম্মেল হক বাদি হয়ে আকবরশাহ থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তা সাকিরা রহমান।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় হাসেম নামের এক আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।