নগরীর ৭নং ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন নগরীর এয়ার পোর্ট রোডটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কের কোথাও কোন সমস্যা হলে জনসাধারণকে খুবই ভোগান্তি পোহাতে হয়। তাই রোডটির উপর সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে জনগনের ভোগান্তি পোহাতে না হয়। তিনি ৭নং খালের ব্রীজের কাজ দ্রততার সাথে শেষ করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলকে নির্দেশন প্রদান করেন। এছাড়া নগরীর সড়ক ও অলি গুলোতে যেখানে খানা খন্দক আছে তা প্যাঁচ ওয়ার্কের মাধ্যমে আগামী দশ দিনের মধ্যে মেরামত করার জন্যও চসিক প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন। আজ শনিবার বিকালে এয়ার পোর্ট রোড়ের ৭নং ব্রীজ পরিদর্শন করতে গিয়ে তিন একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফয়সল আহমদ ভুইয়া প্রমুখ।
মেয়র আরো বলেন, কর্ণফুলী নদীর সাথে সংযোগ খাল মাইটাইল্যা খাল, মহেশ খালসহ সব খাল থেকে মাটি ও আবর্জনা তোলার কাজ চলমান রয়েছে। এ মাসের মধ্েযই খাল গুলো পরিস্কার করা হয়ে গেলে এই এলাকায় জলজট সমস্যা লাগব হবে। তিনি খাল ও নালা পরিস্কার করার পর কেউ ময়লা-আবর্জনা খাল নালায় ফেললে তাদেরকে জরিমানা সহ শাস্তির আওতায় আনা হবে বলে হুশিয়ার করেন।