সিম ছাড়াই ব্যবহার করা যাবে ফোন

নতুন নতুন উদ্ভাবনে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে গুগল। এবার তারা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অভিনব প্রযুক্তি নিয়ে আসছে, যার মাধ্যমে সিম ছাড়াই ব্যবহার করা যাবে ফোন। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৩-তে এই ফিচার যুক্ত করা হবে। আশা করা হচ্ছে, আগামী ১৩ মে গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েড ১৩ উন্মোচন করা হবে। খবর গ্যাজেটস৩৬০।

যত দিন যাচ্ছে স্মার্টফোনে সিম কার্ডের জন্য জায়গার বরাদ্দ কমে যাচ্ছে। ফোন ব্যবহারের শুরুতে সম্পূর্ণ সিম কার্ড থেকে মিনি, তারপর মাইক্রো এবং এখন ন্যানো সিম কার্ড চালু হয়েছে। সম্প্রতি বাড়ছে ই-সিমের ব্যবহার।

ই-সিম ব্যবহারের ক্ষেত্রে ফোনে ১টির বেশি সিম সচল রাখা সম্ভব না। তবে গুগল জানিয়েছে, তাদের নতুন ফিচারে একটি ই-সিমে দুটি অপারেটর ব্যবহার করা সম্ভব। ব্যবহারকারীরা সহজেই সিম সুইচ করতে পারবেন।

সবমিলিয়ে মনে হচ্ছে, কিছুদিনের মধ্যে সিম কার্ডের প্রয়োজনীয়তা শেষ হয়ে আসছে। গুগল সেটা আরও একবার মনে করিয়ে দিল। ২০২০ সাল থেকে এই ফিচার নিয়ে কাজ করছে গুগল। ফিচারটি চালু হওয়ার পর ফোন নির্মাতারা সিম কার্ড স্লট থেকে মুক্তি পাবেন।