ডিম ছাড়ার ভরা মৌসুম

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মিঠা পানির মাছের প্রজননক্ষেত্র হিসেবে চট্টগ্রামের হালদা নদী বিশ্বে অনন্য। প্রাকৃতিক এই মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে আনাগোনা শুরু হলেও লাগাতার বজ্রসহ বৃষ্টি, শীতল আবহাওয়া ও পাহাড়ি ঢল না থাকায় মা মাছ ডিম ছাড়ছে না। কখন মা মাছ ডিম ছাড়বে এ অপেক্ষায় প্রহর গুণছেন হালদা পাড়ের পোনা আহরণকারীরা। ডিম ছাড়ার ভরা মৌসুম চলছে বৃষ্টি বজ্রপাত হলে যে কোন সময়ে ডিম ছাড়বে মা মাছ।

হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম চললে ও হালদা নদীর তীরে নির্মানাধীন পাকা হ্যচারীর মধ্যে রাউজানের পশ্চিম গহিরা হ্যচারী, কাগতিয়া হ্যচারী, হাটহাজারীর মাছুয়া ঘোনা, হ্যচারী অকেজো হয়ে পড়লে ও তা মেরামত করার কোন উদ্যোগ নেওয়া হয়নি । রাউজানের গহিরা মোবারক খীল এলাকায় হাচারীটি অংশিক ভাবে সচল করা হলেও পুরোপুরি ভাবে সচল নয় । হালদা নদীতে মা মাছ ডিম ছাড়লে নদী থেকে মা মাছের ডিম সংগ্রহ করে নদীর তীরে খনন করা মাটির কুয়া খনন করে কুয়া গুলো তৈয়ারী রেখেছেন ডিম সংগ্রহকারীরা । হালদা নদীর মা ম্ছা ডিম ছাড়লে নদী থেকে মা মাছের ডিম সংগ্রহ করে ডিম ফুটানোর জন্য রাউজানের পশ্চিম বিনাজুরী এলাকায় আই, ডি এফ নির্মান করেছে একটি হ্যাচারী । ঐ হ্যাচারীটি সচল করে রাখা হয়েছে বলে জানান আই, ডি এফ এর কর্মকর্তা মনিরুল ইসলাম । হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম চললে ও হালদা নদীতে চলছে মৎস শিকার । প্রতিনিয়ত রাউজান উপজেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌপুলিশ অভিযান চালিয়ে হালদা নদীর মোহনা থেকে শুরু করে রাউজান, মোহরা, হাটহাজারী উপজেলা এলাকায় হালদা নদী থেকে জাল বসিয়ে মাছ শিকার করার সময়ে বিপুল পরিমান জাল উদ্বার করেন । হালদা নদী থেকে মা মাছের ডিম সংগ্রহকারী বিনাজুরীর বাপ্পু বড়ুয়্ াবলেন, হালদা নদীতে মা মাছের আনা গোনা বেড়েছে । প্রবল বর্ষন ও বজ্রপাত হলে নদীতে শ্রোত সৃষ্টি হলে যে কোন সময়ে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়বে । হালদা নদীতে মা মাছ ডিম ছাড়লে নদী থেকে ডিম সংগ্রহ করে ডিম ফুটানোর জন্য নির্মান করা হ্যাচারী অকেজো হয়ে পড়ায় নদীর তীরে মাটির খুয়া খনন করে সংগ্রহ করা ডিম ফুটানোর জণ্য কুয়াগুলো প্রস্তুত রাখা হয়েছে । রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর বলেন, হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম চলছে । ডিম ছাড়ার ভরা মৌসুমে হালদা নদীতে উপজেলা প্রশাসন ও নৌপুলিশের নজরদারী রাখা হয়েছে । নদীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস বিভাগের কর্মকর্তা, নৌপুলিশের কর্মকর্তা ও পুলিশ, আই,ডি, এফ এর কর্মকর্তা কর্মচারীরা স্প্রীড বোট নিয়ে টইল প্রদান করছেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, বঙ্গবন্দ্বু মৎস হেরিটেজ হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে । বৃষ্টি ও বজ্রপাত হলে যে কোন সময়ে নদীতে মা মাছ ডিম ছাড়ার সম্ভবনা রয়েছে । হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুমে প্রতিনিয়ত নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে । নদীতে নজরদারী করছে প্রশাসনের কর্মকর্তা, ও পুলিশের সদস্যরা ।