শফিউল আলম,রাউজানঃ সর্বজনীন পেনসন স্কীমের কার্যক্রম আরো এগিয়ে নিতে হবে । সর্বজনীর পেনশন স্কীমে অংশ গ্রহন করে বৃদ্ব বয়সে সরকারী কর্মকর্তা কর্মচারীদের মতো পেনশন সুবিধা পাবে । এই সুযোগকে কাজে লাগিয়ে অবসর সময়ে নিজের ব্যায়ভাড় বহন করতে সকল শ্রেণী পেশার মানুষকে পেনমন স্কী,ম গ্রহন করার আহবান জানিয়েছেন রেলপথ মন্ত্রনালয সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি এবি এম পজলে করিম চৌধুরী এমপি । এবি এম ফজলে করিম চৌধুরী এমপি আরো বলেন, এবার বর্সার মৌসুমে রাউজানে আবারো ৫লাখ ফলজ গাছের চারা রোপন করা হবে । রাউজানে এই বৃক্ষরোপন কার্যক্রমকে সফল করতে সকলের সহায়তা চাই । রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভপতিত্বে অনুস্টিত অবহিত করন সভায় অরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওযামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্দ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম,রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন রুজি,রাউজান থানার ওসি জাহিদ হোসেন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত অবহিত করন সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, চেয়্রাম্যন ,শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাশি, রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, রোকন উদ্দিন,সৈয়দ আবদুল জব্বার সোহেল সহ পৌর কাউন্সিলর বৃন্দ্ব ।