অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, জরিমানা

>>দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভুমি আবু রায়হান।

বুধবার(৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বড় বাজার, কাছারি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মূল্য তালিকা না থাকায় মাছের দোকান, মুদির দোকান ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৩৮ ও ৫৩ ধারায় আল ফয়েজ রেস্টুরেন্টেকে ১০ হাজার, মাছের দোকানিকে ১ হাজার ও মুদির দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এতে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৩৮ ও ৫৩ ধারায় হোটেল এবং দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, কাঁচা বাজারের দোকানে মূল্য তালিকা দেখতে পাওয়া যায়। কয়েকটি প্রতিষ্ঠানে অভিযানকালে সার্বিক পরিবেশ ভালো দেখতে পাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।