দু’টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে নগরে দু’টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, অস্বাস্থ্যকর, নােংরা পরিবেশে কারখানায় খাদ্যপণ্য প্রস্তুত, খােলা ও মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা, কর্মরত কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকায় হালিশহর গাউছিয়া সুইটস এন্ড বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর, নােংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ করায় অলংকার মােড়ের আয়ােজন রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।