বোয়ালখালীতে শ্রমিক অসন্তোষ: ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটের একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এতে বোয়ালখালী-পটিয়া উপজেলার একাংশের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার পূর্ব কালুরঘাটের রিজেন্ট টেক্সটাইল কারখানার সামনে সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তিনি বলেন, উপজেলা প্রশাসন ও মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলে মালিকপক্ষ ১২ এপ্রিল বেতন দিয়ে দিবে জানায়। এতে শ্রমিকরা বিকেল ৫টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।