‘ঐশী প্রেমের মহারাজ গাউছুল আযম হযরত বাবা ভাণ্ডারী (ক.)’ শীর্ষক সেমিনার সুসম্পন্ন

গাউছুল আযম হযরত মওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.) এঁর মহান ২২ শে চৈত্র পবিত্র উরস শরীফ উপলক্ষে জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারীর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে ‘ঐশী প্রেমের মহারাজ গাউছুল আযম হযরত বাবা ভাণ্ডারী (ক.)’ শীর্ষক সেমিনার সুসম্পন্ন ।

গাউছুল আযম হযরত বাবা ভান্ডারী (কঃ) এর পৌত্র গাউছে জমান হযরত মওলানা শাহসূফী সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারী (কঃ) এর ছোট পুত্র অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (মঃ) এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ওলামা পরিষদের মহাসচিব আল্লামা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী।

আন্তর্জাতিক সুফি ঐক্য ও সংহতি, চট্টগ্রাম এর সদস্য সচিব অধ্যাপক কাজী ফরিদ উদ্দিন আখতার এর লিখিত প্রবন্ধের উপর সেমিনারে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মুরশেদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মঈন উদ্দিন, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার ফকিহ এ.বি.এম. আমিনুর রশীদ ও বি এ এফ শাহীন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ মুর্শেদুল আলম আনোয়ারী। এতে আরো উপস্থিত ছিলেন আওলাদে খলিফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচকগণ সেমিনারে বলেন, গাউছুল আজম হযরত বাবা ভাণ্ডারী (ক.) এঁর প্রকৃত অনুসরণ মাত্রেই মানব মুক্তির অন্যতম পাথেয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, না’ত, মাইজভাণ্ডারী কালাম, আলোচনা ও মিলাদ এবং মুনাজাতের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।