স্বাধীনতার সুফল পেতে হলে সর্বাগ্রে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ২৫ মার্চ গণহত্যার কালরাত্রি স্মরণে আলোক প্রজ্জ্বলন উপলক্ষে দু’দিনব্যাপী আয়োজনে বক্তারা বলেছেন, স্বাধীনতার ৫২তম বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্জন কম নয়। সমস্ত অর্জনকে গুছিয়ে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের মধ্য দিয়ে স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। গণহত্যার কালরাত্রির শোককে শক্তিতে পরিণত করে দেশের তরে নিজেদের বিলিয়ে দেয়ার মাধ্যমেই স্বাধীনতা দিবসকে সফল করতে হবে।
বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশ^সভায় আজ বাংলাদেশকে মাথা উচু করে দাঁড় করিয়েছেন। তিনি জাতির জনকের ন্যায় বিশ^নন্দিত রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন।
দুর্নীতিকে সর্বস্তরে ‘না’ বলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার সুফল পেতে হলে সর্বাগ্রে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।
স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরীর সুযোগ্য সন্তান মহানগর আওয়ামী লীগ নেতা ও সংগঠনের জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজলের সভাপতিত্বে ২৬ মার্চ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েমের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সহ-সভাপতি স্বপন সেন, অ্যাডভোকেট মিলি চৌধুরী, হেলাল উদ্দিন যুব, কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, এ.কে.এম জাবেদুল আলম সুমন, আবদুল মান্নান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ^াস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, প্রচার ও গণমাধ্যম সম্পাদক সনেট চক্রবর্ত্তী, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ বাবু প্রমুখ।
এদিকে, প্রতি বছরের ধারাবাহিকতায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এবারও চট্টগ্রামের জামাল খানস্থ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখ চত্বরে ২৫ মার্চ, শুক্রবার, রাত ৮টায় আলোচনা সভা, কবিতা পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ৯টা ৫ মিনিটে ৫২টি (স্বাধীনতার ৫২তম বছরে) মশাল প্রজ্জ্বলন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা।
সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বাধীনতা সংগ্রামী জহুর আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান জননেতা মাহাতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন-মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মো. হাশেম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিজয়মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো. মুজিবুল হক, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. আলাউদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন খালেদ বাহার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
আবৃত্তিতে অংশ নেন-আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, অ্যাডভোকেট মিলি চৌধুরী, রাশেদ হাসান, মুজাহিদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের শিল্পীবৃন্দ।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, সংগঠনের জেলা সহ-সভাপতি স্বপন সেন, দীপঙ্কর চৌধুরী কাজল, মো. হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, এ.কে.এম জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ^াস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, প্রচার ও গণমাধ্যম সম্পাদক সনেট চক্রবর্ত্তী, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত নবী খোকা, সহ-আইন সম্পাদক এড. রক্তিম বিশ^াস, সহ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ওয়াহেদ রাসেল, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ বাবু, কার্যনির্বাহী সদস্য মুক্তা হাওলাদার, কানিজ ফাতেমা লিমা, আবু সুফিয়ান, পৌলম দেব, আকিব জাবেদ, শৈবাল দাশ, লায়ন শেখর দত্ত, আজমীরুল ইসলাম, রাহুল দাশ, হৃদয় দাশ, সুষ্ময় কর, আব্দুল আল মামুন, রকিব হাসান, জামশেদুল ইসলাম চৌধুরী, শিশির পাড়িয়াল, রাশেদ চৌধুরী, হাছান আজাদ, আবদুল লতিফ সেকু, কামরুল আলম মিন্টু, সুদিপ শর্মা, টুটুল দাশ, অংকন বল, সমর দাশ প্রমুখ।