চাকরির মেয়াদ ৬ মাস হলেই ৫ শতাংশ প্রবৃদ্ধি পাবেন শিক্ষকরা

চাকরির মেয়াদ ৬ মাস হলেই ৫ শতাংশ প্রবৃদ্ধির সুবিধা পাবেন বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে। একাধিক সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ২০১৮ খ্রিস্টাব্দের ৩০ জুন যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরির মেয়াদ ৬ মাস পূর্ণ হয়েছে তাঁরা ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধির সুবিধা প্রাপ্য হবেন।

জাতীয় বেতন স্কেল-২০১৫ এর অনুচ্ছেদ ১১ অনুযায়ী সরকারি কর্মচারীদের মত বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রদানে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

গত ৮ নভেম্বর ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় আদেশ জারি করেছে। গত ১৫ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তরকে দেয়া এক চিঠিতে ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও আগামী বৈশাখী থেকে বৈশাখী ভাতা দেয়ার আদেশ দেয়া হয়।