মুক্তিযোদ্ধা সুনিল কান্তি জলদাশ শিশুতোষ পাঠাগারের উদ্বোধন

রশীদ এনাম
গত ১৭ মার্চ ২০২২ একাত্তরের শহিদ ছবুর ফেইসবুক গ্রুপের সার্বিক সহযোগিতায় পটিয়া করল সুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জন্মদিনে শিশুদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে বীর মুক্তিযোদ্ধা সুনিল কান্তি জলদাশ শিশুতোষ পাঠাগারের উদ্বোধন করা হয়।
ইশকুল পরিচালানা কমিটির সভাপতি অমরেশ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক ইতিহাসের খসড়ার সম্পাদক মুহাম্মদ শামসুল হক, শহীদ ছবুর ফেইসবুক গ্রুপের নির্বাহী লেখক ও প্রাবন্ধিক রশীদ এনাম, চট্টগ্রাম দক্ষিনজেলা যুবলীগের সদস্য আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার, করলসুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ দাশ, ইউপি সদস্য দেবু বড়ুয়া, লেখক ও কবি হামীম রায়হান, সহকারী শিক্ষক রহিমা বেগম, শিক্ষক কুলসুমা আকতার,শিক্ষক দিল মুহাম্মদ,শিক্ষক নিশা বড়ুয়া,শিক্ষক শতাব্দী বড়ুয়া, শিক্ষক মোঃ জসীম উদ্দিন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান টিংকু জলদাস, অনিল বড়ুয়া, ব্যাংকার রাজীব বড়ুয়া, রিদোয়ান ও সৈকত বড়ুয়া প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে অগনিত মুক্তিযোদ্ধা তাঁদের জিবনী সংরক্ষন করতে হবে। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুর জীবনি একাত্তরের ইতিহাস নতুন প্রজন্মদের জানতে হলে বইয়ের কোন বিকল্প নেই। বর্তমান সময়ে শিশুদের হাতে হাতে মোবাইল এটা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে এটা পরিহার করতে হবে। শিশুদের হাতে মোবাইল নয় বই তুলে দিতে হবে। শিশুদের শুরু থেকে যদি বই পাঠে উৎসাহী করে তোলা যায় তাহলে বই পাঠে তাঁরা বেশি আগ্রহী হবে। এজন্য দেশের প্রত্যেকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করা উচিত। আজকের শিশুরা আগামীর সোনার বাংলা বিনির্মানে এগিয়ে আসবে। শিশুরা এগিয়ে গেলে বাংলাদেশ একদিন এগিয়ে যাবে।