“আরশিনগর” এর উদ্যোগে মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরন ও দোয়া মাহফিল আয়োজন করে সংগঠন “আরশিনগর’, উক্ত মাহফিল ও খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশে বঙ্গবন্ধুর মতো একজন নেতার জন্ম না হলে বাংলাদেশ নামের কোনো স্বাধীন দেশ জন্ম হতো না, বাংলাদেশ আর বঙ্গবন্ধু অভিন্ন। সকল অর্থেই তিনিই বাংলাদেশ। তিনি কখনো নিজের স্বার্থের কথা ভাবেন নি, ভেবেছেন দেশের মানুষের কথা। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬—দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনে। বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রার এ অšর্Íভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। পীরজাদা সৈয়্যদ মুহাম্মদ নিজাম উদ্দিন শাহ, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সৌমেন বড়ুয়া, সহ সম্পাদক রেজাউল করিম রিটন, সংগঠনের সাধারন সম্পাদক আবদুল রকিব, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ হুমায়ন, সৈকত দে, মোঃ শিবলু, সাঈদ রকি, মোঃ নজরুল, প্রান্ত বড়ুয়া, মোঃ পারভেজ প্রমূখ।