নগরের বাকলিয়া এলাকা থেকে মিনহাজুল করিম (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু্লিশ।
শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বাকলিয়া এলাকায় ওই শিক্ষার্থীর ফুফুর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিনহাজুল করিম আনোয়ারা উপজেলার খানসামা এলাকার রেজাউল করিমের ছেলে। মিনহাজুল কায়সার-নিলুফার সিটি করপোরেশন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানিয়েছে পু্লিশ।
বাকলিয়া থানার পরিদশর্ক (তদন্ত) মো. মঈন উদ্দিন বলেন, ‘পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে মিনহাজুল করিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
‘মিনহাজুল করিম কায়সার-নিলুফার সিটি করপোরেশন কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র। তিনি এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।’ বলেন পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মঈন উদ্দিন জানান, মিনহাজুলের বাবা রেজাউল করিম খাতুনগঞ্জে ব্যবসা করতেন। গতবছর তার ব্যবসায় লোকসান হয়। পরে তারা চট্টগ্রাম শহর থেকে পুরো পরিবার আনোয়ারা গ্রামের বাড়িতে চলে যান। মিনহাজুল বাকলিয়ায় ফুফুর বাসায় থেকে পড়াশোনা করতেন। গত কয়েকমাস ধরে হতাশাগ্রস্ত ছিলেন মিনহাজুল।
হতাশা থেকে মিনহাজুল ‘আত্মহত্যা’ করতে পারেন বলে ধারণা ওই পু্লিশ কর্মকর্তার।