আবদুল লতিফের জানাজা সম্পন্ন

গতকাল ১৪ই মার্চ সোমবার সকাল ১০ টায় নগরীর ২ নং জালালাবাদ ওয়ার্ডের মধ্যম কুলগাঁও গুরা মিয়া মাহমুদা স্বাস্থ কেন্দ্রের সম্মূখে সমাজহিতৈষী আবদুল লতিফ (৫৯) এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরহুমের লাশ বটতল বাজার মাজার গেইটস্থ কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার ইমামতি করেন স্থানীয় আল আমিন মসজিদের খতিব রউফবাদ রাশিদিয়া দাখিল মাদ্রাসার আরবী শিক্ষক মৌলানা মুহাম্মদ আবু তাহের সিদ্দীকী। মরহুম আবদুল লতিফ গত পরশু ১৩ই মার্চ রাত ১০ টায় মধ্যম কুলগাঁওস্থ রাজা মিয়া সড়কে দাইয়াপাড়ার বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা সন্তান, আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য যে, মরহুম আবদুল লতিফ দীর্ঘদিন দাইয়াপাড়ায় বাস করলেও তিনি নগরীর পশ্চিম মাদারবাড়ী কামাল গেইট অলি খাঁ মসজিদের সংলগ্ন স্থায়ী বাসিন্দা মরহুম আবদুল মজিদ ওরফে পুঁথি শিল্পী মরহুম তমিজ উদ্দিনের বড়ভাই মরহুম মো. আবদুল জলিল সওদাগরের একমাত্র পুত্র ও শিশুসাহিত্যিক তসলিম খাঁ’র মামা।