রাউজানের মধ্যম রূপচাঁন্দনগরে ‘তকি সিকদার সার্বজনীন জামে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটি’ গঠিত

ইউসুফ সভাপতি, নোমান সেক্রেটারি, মহিউদ্দিন কোষাধ্যক্ষ

রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরার মধ্যম রূপচাঁন্দনগর গ্রামে ৫ বাড়ির সমন্বয়ে সর্বসাধারণের উপস্থিতিতে ‘মোঃ তকি সিকদার সার্বজনীন জামে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটি (২০২২-২০২৪)’ গঠিত হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য জননেতা এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে মসজিদ ও কবরস্থান নিয়ে কয়েক বাড়ির বাসিন্দাদের মধ্যে সৃষ্ঠ ঝামেলা নিরসনে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় গ্রামবাসীর সাথে সার্বিক সমন্বয় করে এই সার্বজনীন কমিটি গঠনে মূখ্য ভূমিকা পালন করেন মসজিদের প্রথম ইমাম এবং পরবর্তীতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি (যিনি দীর্ঘ ৫০ বছর বিনা পারিশ্রমিকে ইমামতি করেছেন) উত্তর চট্টগ্রামের ‘শিক্ষকরবি’ খ্যাত, শেরে বাংলা এ.কে ফজলুল হকের ঋণ সালিশি বোর্ডের সদস্য, চট্টগ্রাম আদালতের জুরার এবং রাউজান শিক্ষক সমিতির আমৃত্যু সভাপতি, আধ্যাত্মিক সাধক ও মুসলিম মণিষা হযরত আলহাজ¦ ওচমান আলী মাস্টার (রহ.) প্রকাশ-বড়মাস্টারের সুযোগ্য দৌহিত্র লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
কয়েক দফা সভা শেষে সর্বশেষ সভায় কবরস্থানের জমিদাতাদের অন্যতম এবং দীর্ঘ ৩০ বছর মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্বপালনকারী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউসুফকে সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের ভ্রাতুষ্পুত্র ওয়েল গ্রুপের (সানজি টেক্সটাইল) জিএম মোঃ শওকত নোমান বাবুকে সেক্রেটারি, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও মসজিদের অন্যতম জমিদাতা মরহুম নুরুল হক মাস্টারের ভ্রাতুষ্পুত্র মোঃ মহিউদ্দিন পারভেজকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন আহামদ ও এম দিদারুল কামাল, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু তাহের, সদস্য মোঃ আলাউদ্দিন নোমান তালুকি, মোঃ কামরুল আলম মিন্টু, মোঃ আজিম উদ্দীন, মোঃ নুরুল আজিম, মোঃ ইফতেখার হোসেন ইফতি।
নবগঠিত কমিটির উদ্যোগে মসজিদ ও কবরস্থানের যাবতীয় সংস্কার-উন্নয়ন পরিকল্পনা, আগামী শুক্রবারের মধ্যে বিগত কমিটি থেকে হিসাব-নিকাশ বুঝে নেয়া, পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদ সাজানো এবং মুসল্লিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা, রমজান উপলক্ষে হাফেজ নিয়োগসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।