পিএইচপি অটোমোবাইলস-এর প্রোটন এক্স ৫০ এসইউভি’র গ্র্যান্ড লঞ্চিং

দেশের পূর্ণাঙ্গ গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান চট্টগ্রামের পিএইচপি অটোমোবাইলস-এর ব্র্যান্ড নিউ এক্স-৫০ এসইউভি গাড়ির গ্র্যান্ড লঞ্চিং হয়েছে। শনিবার রাতে নগরীর পাহাড়তলীস্থ পিএইচপি অটোমোবাইলস-এর কারখানায় দেশি-বিদেশী অতিথিদের অংশগ্রহনে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রোটন এক্স-৫০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রোটন মালয়েশিয়ার কারিগরি সহায়তায় পিএইচপির পূর্ণাঙ্গ অটোমোবাইল কারখানায় এই প্রোটন-এক্স-৫০ এসইউভিসহ প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন ও বাংলাদেশের বাজারে স্বল্পমুল্যে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে পিএইচপি।
উল্লেখ্য দেশে পূর্ণাঙ্গ অটোমোবাইল কারখানা প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্ঠা পিএইচপি গ্রুপের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান।
‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি’ এই স্লোগানে প্রোটন এক্স-৫০ এসইউভি’র গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোটন মালয়েশিয়ার প্রতিনিধি বাদলিশাহ বিন আল হাফিজ, দিল্লি’র নিজাম উদ্দিন আউলিয়া দরগাগ শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আজহার আলী নিজামী, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য বেণু কুমার দে, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানি ড. মোহাম্মদ কায়কোবাদ, য়েল গ্রুপের চেয়ারম্যান আবদুচ সালাম, শেঠ প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ, ইন্টারন্যাশনাল কার রেস ট্র্যাক উইনার বাংলাদেশী তরুন আয়মান সাদাত। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যাক্তিবর্গ বর্ণিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পিএইচপি অটোমোবাইলস-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ আখতার পারভেজ হিরু বলেন, ২০১৫ সালে চট্টগ্রামে পিএইচপি অটোমোবাইলস-এর যাত্রা শুরু হয়। ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি’ এই স্লোগানকে উপজিব্য করে একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি’র চেয়ারম্যান এবং মেইড ইন বাংলাদেশ গাড়ি নির্মানের স্বপ্নদ্রষ্ঠা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এই অটোমোবাইল কারখানা এগিয়ে যাচ্ছে। সাফল্যের অগ্রযাত্রায় এবার প্রোটন এক্স-৫০ এসইউভি লঞ্চ করতে সক্ষম হলো পিএইচপি অটোমোবাইল।