১১ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে একুশে বইমেলায় শৈলী প্রকাশনে প্রাবন্ধিক আজিজা রুপার প্রথম প্রবন্ধ গ্রন্থ ‘সমকালের চিরকুট’ এর মোড়ক উন্মোচন হয়।
মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ। তিনি বলেন, “বইটিতে সমাজের প্রতিনিয়ত ঘটে যাওয়া বিষয় ও তার বিশ্লষণ প্রতিফলিত হয়েছে। আশা করি, গ্রন্থটি পাঠকদের হৃদয়কে আকৃষ্ট করবে নিঃসন্দেহে।”এ সময় উপস্থিত ছিলেন সংগঠক লায়ন্স জাহাঙ্গীর মিয়া, অধ্যাপক কলামিস্ট সুপ্রতীম বড়ুয়া, মুক্তিযোদ্ধা সুরাইয়া হুদা, কবি নান্টু বড়ুয়া, কবি তানভীর হাসান বিপ্লব, কবি শিপ্রা দাশ, কবি শিউলী নাথ, ফাতেমা বেগম ববি, শিশুসাহিত্যিক সাংবাদিক তসলিম খাঁ, লেখক কমল দাশ মিলি, লায়ন্স মোখলেছুর রহমান, মার্শাল কবির পান্নু, আতাউল কবির রিয়াজ, আর্শীদ, ডাঃ মাঈনুল, মীরসরাই সমিতির সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দিন প্রমূখ।
খ্যাতনামা অংকনশিল্পী উত্তম সেনের অসাধারণ প্রচ্ছদে বইটি বের করেছে শৈলী প্রকাশন।










