রাউজান পৌরসভার উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্টিত

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিানিধিঃ রাউজান পৌরসভার উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয় । স্থানীয় সরকার মন্ত্রনালয় ইউ,জি, আই, আই, পি প্রকল্পের আওতায় রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক, কালভার্ট নির্মান, নালা নর্দমা নির্মান সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক কর্মশালা রাউজান পৌরসভা কার্যলয়ে অনুষ্টিত হয় । গতকাল ৯ মার্চ বুধবার সকালে অনুষ্টিত পৌরসভার উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রগতি বিষয়ক কর্মশালায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌরসভার সচিব অনিল চনদ্র ত্রিপুরার সঞ্চলনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ইউ,জি, আই, আই, পি প্রকল্পের টিম লিডার নওশাদ আহম্মদ চৌধুরী, ট্রেইনার আফসানা মোরশেদ সহ প্রকল্পের কাজে নিয়োজিত কর্মকর্তারা । অনুষ্টানে আরো বক্তব্য রাখেন রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন, আজাদ হোসেন, মহিলঅ কাউন্সিলর জানআতুল ফেরদৌস ডালি, জেবুনেসা। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক হাবিবুল হক, ফিরোজ আহম্মদ চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, ব্যবসায়ী কামাল উদ্দিন, এনামুল হক প্রমুখ । পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে সীতাকুণ্ড উপজেলার দারোগার হাটে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী কর্মকর্তা ইউএনও শহিদুল ইসলাম।