আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমি র মত বিনিময় সভা অনুষ্ঠিত

আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমি র মত বিনিময় সভা অনুষ্ঠিত। আজ ৪ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় চট্টগ্রাম বইমেলা প্রাঙ্গনে আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির এক জরুরী মত বিনিময় সভা কবি প্রদ্যুত কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও কবি জাহেদ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্হিত থেকে কবি ও সংগঠক চন্দক বড়ুয়া অভিষেক অনুষ্ঠানের বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় ও পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলোর প্রত্যাশা পত্রিকার সম্পাদক কবি ও সংগঠক সেলিম তালুকদার আকাশ। পরিচালক অরূপ কুমার বড়ুয়া চট্টগ্রাম বিভাগীয় কমিটির ব্যাপারে মতামত দেন, কবি ও গল্পকার রুনা তাসমিনার প্রস্তাবনায় ও উপস্থিত সকলের মতামত নিয়ে কবি সালাম সৌরভের সমর্থনে আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমি রাখার ব্যাপারে সমর্থন দেন। পরিচালক কবি ও শিক্ষক পারভিন আক্তার এর গোচানো বক্তব্যের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান সফল করার কথা উপস্হাপন করেন। জরুরী কাজে উপস্হিত হতে না পারলেও অনলাইনে পরিচালক কবি তানভির হাসান বিপ্লব, পরিচালক কবি দেদুল বড়ুয়া, পরিচালক কবি গোলাম মোস্তফা সিদ্দিকী পরিচালক কবি আবদুর রহিম ও পরিচালক কবি কামরুল হাসান উপস্হিত সবার সিদ্ধান্তের সাথে একমত পোষন করেন।