সাবেক জেলা দাবা চ্যাম্পিয়ন রেজার মৃত্যুতে চেস ক্লাবের শোক

 চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ান( সাবেক) ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি সিনিয়র সদস্য আবু রেজা গত ২রা মার্চ সকালে কক্সবাজার রামুতে মোটর সাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহে ………….. রাজেউন)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দঃ হালিশহর চেস ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর(দাবা জাহাঙ্গীর),শিক্ষক আজিজ উদ্দিন, হাজী সাহাব উদ্দিন, মোঃ আলাউদ্দিন সভাপতি মোঃ নুরুল কবির মূছা, সিঃসহ-সভাপতি মোঃশামীম আহম্মদ, সাঃসম্পাদক মোঃ আব্দুল হামিদ, মুক্তাদির আহম্মদ,মাহাবুবুল আলম(হুজুর) ,সাংগঠনিক সম্পাদক-রফিকুল হাসান, অর্থ সম্পাদক-কবি মোঃ নিজাম, আব্বাস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক-বাবুল হোসেন বাবলা,যুগ্ন সম্পাদক-নুরুল ইসলাম ইসা ,দপ্তর সম্পাদক-আমান উল্লাহ, অাপ্যায়ন সম্পাদক-মোঃ হাছান,নির্বাহী সদস্য-আরিফ মির্জা, মোঃ সাদেকুল আলম,মোঃ শাহিন, ওবায়দুর রহমান, হাজী মোঃ আব্বাস,দীলিপ দাশ সুজন( ওস্তাত )সহ চট্টগ্রাম দাবা খেলোয়ার সমিতির সকল সদস্য মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। লাশ ময়নাতদন্তের পরে নিজ বাড়ি ডিসি রোডে জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর দাপন সম্পন্ন হয়েছে বলে কক্সবাজার জেলা দাবার সদস্য মোঃ আলী হোসেন জানিয়েছেন।