শত্রুর মুখে ছাই দিয়ে প্রথমদিনেই

নানা বিতর্ক, সমালোচনা ও একাধিক আইনি জটিলতায় জড়িয়েছে সঞ্জয় লীলা বানশালীর ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। এই ছবির নাম ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। মুক্তির আগে থেকেই ছবির গান ও ট্রেলারের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এ নায়িকা। চারিদিকে কেবলই যেন আলিয়ারই জয়জয়কার। কারণ ছবিতে তার অভিব্যক্তি, অভিনয়, পারফরমেন্স মুগ্ধ করেছে সমালোচকদেরও। বিতর্ক পেরিয়ে শত্রুর মুখে ছাই দিয়ে প্রথমদিনেই গঙ্গুবাঈ এর বক্স অফিস কালেকশন প্রায় ১০.৫০ কোটি। প্রথমদিনের এই বক্স অফিস কালেকশন দেখে বোঝাই যাচ্ছে পাল্টে যেতে চলেছে এই রিপোর্ট। দ্বিতীয়দিনে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ কালেকশন হলো ১৩ কোটি।
অর্থাৎ দ্বিতীয়দিনে প্রায় ৩০ শতাংশ ব্যবসা করে এই ছবি। প্রথম দুইদিন এই ছবির কালেকশন ২৩ কোটি ৫০ লাখ রুপি।
তবে রিপোর্ট বদলে যেতে চলেছে এই উইকেন্ড এমনটাই মত সিনেমা বিশেষজ্ঞদের। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিকে টুইট করে লেখেন, এই উইকেন্ডের মধ্যে ‘গঙ্গুবাঈ’ ছুঁতে পারে ৪০ কোটির মার্জিন। কোভিড পরবর্তী সময় প্রথম সপ্তাহে সূর্যবংশীর কালেকশন ছিল ২৬.২৯ কোটি টাকা। এর আগে আলিয়ার সিনেমা ‘রাজি’র প্রথমদিন কালেকশন ছিল ৭.৫৩ কোটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই তথ্য ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, কোভিড পরিস্থিতির আগে ‘রাজি’র বক্স অফিস কালেকশন, আর কোভিডের পরে ১০.৫ কোটি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। এককথায় আশাতীত ফল। ছবি মুক্তির পর থেকে মুম্বইতে কখনো দোতলা বাসের ছাদে কখনো আবার মধ্যরাতে গাড়ি থেকে বেরিয়ে ছবির প্রচার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবি মুক্তির দিন গ্যালাক্সি সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা করতে যান আলিয়া। সিনেমার সমালোচকদের কাছেও আলিয়ার প্রশংসা শোনা যাচ্ছে। এই ছবি দেখে সম্প্রতি আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন খোদ কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, আলিয়ার ম্যাজিক ভারত ছাড়িয়ে পৌঁছেছে বিশ্বের বিভিন্ন দেশেও। এদিকে আলিয়া নিজেও এ ছবির প্রচারণায় অংশ নিয়ে বেশ আনন্দিত। তিনি বলেন, ছবিটিতে যে চরিত্রে অভিনয় করেছি তার জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের পুরো টিমেরই অনেক কষ্ট করতে হয়েছে। আর সঞ্জয় লীলা বানশালী কীভাবে অভিনয়শিল্পীদের কাছ থেকে তার অভিনয় আদায় করতে পারেন সেটা সবারই জানা। আমি নিজেও চেয়েছি ভিন্নধর্মী এই চ্যালেঞ্জিং চরিত্রে নিজের শতভাগ দিয়ে কাজ করতে। এখন যখন মানুষের চোখে মুখে এ ছবিটি নিয়ে কৌতূহল, আগ্রহ দেখছি তখন মনে হচ্ছে ঠিক পথেই হেঁটেছি। আর ছবিটি সবাই দেখলেই আমাদের কষ্টটা সার্থক হবে।